প্রকাশিত: Fri, Aug 4, 2023 10:26 PM
আপডেট: Tue, May 13, 2025 5:07 AM

[১]মোদি পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধীর সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট

ইকবাল খান: [২] বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ শুক্রবার(৪ আগস্ট) মোদি পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধীর দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে। সূত্র: ভারতের আনন্দবাজার/এনডিটিভি।

[৩] এ রায়ের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাত করে রাহুল গান্ধীর এমপি পদ পুনর্বহালের তাগিদ দিয়েছেন। আইনজীবীদের একাংশও মনে করেছেন, শীর্ষ আদালত সুরাট ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ায় এমপি পদ ফিরে পেতে পারেন রাহুল ও আগামি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। 

[৪] ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের যে সাজা গত ২৩ মার্চ সুরাট ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিল গুজরাট হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ। পরবর্তীতে সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। 

[৫] ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা দু’বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুলের এমপি পদ খারিজ করেছিলেন।

[৬] সাজার উপর স্থগিতাদেশ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে অভিযোগকারী বিজেপি নেতা পূর্ণেশ মোদী এবং গুজরাট সরকারকে গত ২১ জুলাই নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। দু’তরফেই সাজা মওকুফের বিরোধিতা করা হয়েছিল। অন্য দিকে রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে অভিযোগ করেছিলেন এই মামলায় বিচার প্রক্রিয়ার অবমাননা হয়েছে।